মুমিনিয় প্রশ্ন আপনার বাবা মা যে আপনারই বাবা মা, তার কোন প্রমাণ আছে?

সৃষ্টিকর্তা বা পরকালের প্রমাণ চাইলে মুমিনরা যে প্রশ্নটি ছুড়ে দেয় সেটা হচ্ছে, আপনার বাবাই আপনার বাবা, তার কোন প্রমাণ আছে?

এই প্রশ্নটি করে তারা যা বুঝাতে চাচ্ছেন, তা হল নাস্তিকরা যে সব কিছু দেখেই বিশ্বাস করে তা ঠিক নয়।  এবং আপনি যেহেতু প্রমাণ ছাড়াও অনেক কিছু বিশ্বাস করেন তো প্রমাণ ছাড়া আল্লাহ্‌ আর পরকালে বিশ্বাস করলে সমস্যা কি?

এই একই যুক্তি কিন্তু হিন্দুরাও দিতে পারে। আপনি যেহেতু না দেখে বাবা মা কে বিশ্বাস করেন, তো গনেশ শিব, বিষ্ণু কেন বিশ্বাস করেন না?

আমরা কোন কিছু না দেখে বিশ্বাস করিনা, এটা ঠিক নয়। আমরা অনেক কিছুই বিশ্বাস করি না দেখে, যদি সেটার পক্ষে যথেষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে।

আপনার বাবা মা আপনাকে ছোট বেলার থেকে বড় করেছে, এবং আপনার কোন প্রকার অভাব বোধ করতে দেয় নি। তারা যদি আপনার বায়োলজিক্যাল বাবা মা না নাও, হয়, তবুও তারা আপনার বাবা মায়ের দায়িত্ব পালন করেছে।

আপনি নিশ্চয়ই কেউ দাবি করলেই, রাস্তার কোন লোক কে কোন প্রমাণ ছাড়াই বাবা ডাকেন না? কোন একটা দাবি বিশ্বাসযোগ্য হতে হবে এবং সেটা বিশ্বাস করার জন্য যথেষ্ট প্রমাণ থাকতে হবে।

প্রথমে দেখতে হবে যে আপনি যেটা বিশ্বাস করেন সেটা কতোটা যুক্তি সঙ্গত? আপনার বাবা মা যেটা দাবি করেছে সেটার গ্রহণযোগ্যতা কতখানি, সেটা তাদের আচরণেই প্রমাণ পাবে।

দাবির ধরণ থেকে বুঝতে হবে দাবিটা বিশ্বাসযোগ্য কিনা, সেটা পরীক্ষা করা যায় কিনা, এবং এটার কি পরিমাণ প্রমাণ দরকার। একজন দাবি করল যে সে আকাশে উড়তে পারে। এখন আপনি আপনার মা বাবাকে না দেখে বিশ্বাস করেন দেখে কি এটাও বিশ্বাস করবেন যে একজন উড়তে পারে? এই যুক্তিতে পৃথিবীর সব কিছুই বিশ্বাস করা যাবে। আপনি একই যুক্তি দিয়ে শিব আছে প্রমাণ করতে পারেন, জিউস, প্রমিথিউস সব কিছুই বিশ্বাস করতে পারেন।

একটা লৌকিক আরেকটা অলৌকিক দাবি। দুটা এক করা যাবেনা। প্রমাণটা কেমন হবে সেটা নির্ভর করবে দাবির ধরনের উপর। দাবি কি লৌকিক না অলৌকিক? দাবি টা কি সম্ভব না অসম্ভব? এটা কি সকালে নাস্তা খাওয়ার মতো প্রতিদিন কার ঘটনা? নাকি কেউ পানির উপর হেঁটেছে দাবি করার মতো একটি উদ্ভট ঘটনা?

এর পর আপনাকে বিবেচনা করতে হবে আপনি যে দাবি টা বিশ্বাস করছেন, সেটা আপনার জীবনে কতোটা প্রভাব ফেলে বা কতোটা পরিবর্তন আনবে? আপনি বিগ ব্যাং বিশ্বাস করেন কি করেন না, বা আপনার বাবা মা কে, তারা আসল কি নকল, এসব বিশ্বাসে আপনার জীবনে তেমন কোন পরিবর্তন আসবে না। আপনি বিগ ব্যাং এ বিশ্বাস না করেও আপনার স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। কিন্তু ধর্ম আপনাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিবে। আপনার চিন্তা ভাবনা, জীবন ধারণ, এবং আপনার সিদ্ধান্ত গুলোও ধর্ম দ্বারা প্রভাবিত হবে।

আপনার মা বাবা যে আপনার মা বাবা এটার অনেক প্রমাণ আছে। যদি সন্দেহ থাকে তো ডি এন এ টেস্ট করতে পারেন। তা ছাড়াও তাদের আচার আচরণ, থেকে কিছুটা প্রমাণ পাবেন।

ধরে নিলাম আপনার বাবা মা আপনার আসল মা বাবা না কিন্তু আপনি বিশ্বাস করে আসছেন। আপনাকে যদি আপনার মা বাবা দায়িত্ব নিয়ে বড় করে থাকে, আর তারা যদি বায়োলজিক্যাল বাবা মা না ও হয়, তাতে কি আপনার জীবনে তেমন কোন পরিবর্তন আসবে? আপনি কি তাদের কোন অংশে কম ভালবাসবেন? নাকি তাদের অবদান গুলিকে অস্বীকার করবেন? কিন্তু আপনি প্রমাণ ছাড়া বিশ্বাস করলেন যে ইসলাম সত্য। তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনি জীবনযাপন করবেন ভিন্ন ভাবে। আপনি ইসলাম যা বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করতে বাধ্য হবেন।

সুতরাং আপনি যেটা বিশ্বাস করেন, সেটা কতোটা গ্রহণযোগ্য, বাস্তব, আর আপনার জীবনের জন্য কতোটা গুরুত্বপূর্ণ, সেটা যাচাই করে দেখতে হবে । কারণ আপনার বিশ্বাস আপনার জীবনের উপর প্রভাব বিস্তার করে, আপনার সিদ্ধান্ত গুলিকে প্রভাবিত করে। আর তাই আপনার বিশ্বাস সত্য কিনা, সেটা যাচাই করা জরুরী।

parents

One thought on “মুমিনিয় প্রশ্ন আপনার বাবা মা যে আপনারই বাবা মা, তার কোন প্রমাণ আছে?

  1. Pingback: বিশ্বাস প্রমাণ এবং ঈমান | সত্যের সন্ধানী

Leave a comment