এর আগে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ‘জাগো বাংলাদেশ’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ক্ষমা চেয়েছিলেন মোশাররফ করিম।তার অপরাধ ছিল মেয়েরা যেমন খুশি তেমন পোশাক পরতে পারবে এটা বলা। এই কথাতেই এক শ্রেণীর মানুষ তার ঘর বাড়ি ভাঙচুর করে, তার ফেসবুকে গালাগালি এবং হুমকির মুখে পড়তে হয় তাঁকে।
এবার আবার ক্ষমা চাইলেন ছোট পর্দার তারকা সাফা কবির। তার অপরাধ সত্য বলা। একবার ভাবুন আমাদের দেশে ধর্মপ্রাণ মানুষের ভয়ে কোন কিছু বলার উপায় নেই। আপনি তাদের মত মতো কথা না বললে, তাদের মত মতো না চললে আপনার পরিনতি কি হবে, সেটা বলা মুস্কিল।
হয়তো ফেসবুকে আপনার মা বাবা, ভাই বোন নিয়ে গালা গালি দিবে, একাউন্ট হ্যাক করবে, বাড়ি তে এসে ভাংচুর করবে। কিন্তু এই জনগোষ্ঠীকে এই উগ্র আচরণ করার অধিকার কে দিল? কেন তারা এমন অভদ্র আচরণ করছে এবং কেন আমরা তাদের বিরুদ্ধে এত অসহায়? এর প্রতিকার কি?
স্বাধীনভাবে কথা বলার অধিকার কি আমাদের কোনদিন ও হবে না?