আমি পরকালে বিশ্বাস করিনা – মডেল, অভিনেত্রী সাফা কবির

আমি যদি বলি “আমি পরকালে বিশ্বাস করিনা” তাহলে কি আমি ইসলাম ধর্ম কে কটাক্ষ করলাম? এতে কি আপনার ধর্মানুভূতিতে আঘাত লাগে?

কিন্তু ঠিক এই কথাটা বলার জন্যই ছোটপর্দার মডেল, অভিনেত্রী সাফা কবিরের সম্মুখীন হতে হচ্ছে গণমাধ্যমের রোষের ।

এতে কি কোন অপরাধ হয়? আপনি কি ৫৭ ধারায় মামলা দিতে পারবেন? এত ঠুনকো অনুভুতি নিয়ে আপনারা ফেসবুকে আসেন কেন?

উনি কিন্তু আপনার ধর্ম বা বিশ্বাস নিয়ে কোন কথা বলেন নি। উনি কিন্তু ইসলাম নিয়ে একটা কথাও বলেননি। আপনি কি বিশ্বাস করবেন তাও না। শুধু উনি কি বিশ্বাস করেন সেটা বলেছেন।

সবাই তো এক না, এক এক জন এক এক জিনিস বিশ্বাস করতেই পারি, এই কারনেই তো আমরা সবাই আলাদা।

কিন্তু এই কারনেই ফেসবুকে ঝড় উঠছে। তাকে অকথ্য ভাষায় গালাগাল করছেন মুমিনরা। তাকে নিয়ে ট্রল করা হচ্ছে।

কিছু উদাহরণ দিচ্ছিঃ (সেন্সর করে)

💥আপনি যাকে বাবা ডাকেন সেই লোকটি যে আপনার বাবা এটা আপনি জানলেন কিভাবে?

💥আম গাছে আম ধরে,জাম গাছে জাম ।পরিবার থেকে যেমন শিক্ষা পেয়েছে ।সে তো তেমনি হবে

💥আপনি কি আপনার মা-বাবাকে যৌন সঙ্গম করতে দেখেছেন?

💥খান** কপালে জুতা মারি

💥বে**** এটা কি করলি? এখনও সময় আছে আললাহ্রর কাছে তওবা করে মাপ চাও

💥ফাঁশি চাই – আগুনে পুড়ান হোক

💥বাংলাদেশে কোন নাস্তিকের ঠাই হবে না তোর জন্যই বন্যা হয় আগুন লাগে, ভূমিকম্প হয়, ইত্যাদি ইত্যাদি।

এবং এ ছাড়াও কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, কুত্তা দিয়া চ** এবং চ বর্গের আরও কিছু গালি।

যারা এই কমেন্ট গুলা করছে তারা নাকি আমাদের শান্তিপ্রিয় মুমিন ভাই, ইসলামের ধারক ও বাহক। অথচ আপনারা নিজেরাই ইসলাম জানেন না। আপনাদের ধর্ম কি গালাগালি করতে বলে? গালাগালি করলে কারু অনুভূতিতে আঘাত লাগেনা? নাকি এটাই সহিহ ইসলাম?

সুরা বাকারার ২৫৬ নম্বর আয়াতের শুরুতেই বলা আছে যে দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই । তো আপনারা এই সমস্ত গালি গালাজ দিয়ে কি প্রমাণ করতে চাইছেন?

বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখানে যে কেউ, যা খুশি বিশ্বাস করতে পারে। আপনি বিশ্বাস করতে পারেন চাঁদে মামদো ভুত আছে। কিন্তু তাই বলে আপনি যে অদ্ভুত বিষয় গুলি বিশ্বাস করেন সেগুলো যে আরেকজনকে জোর করে বিশ্বাস করাতে হবে, এবং বিশ্বাস না করলে তাকে দেশ ত্যাগ করতে হবে, এমন কোন বাধ্যা বাধকতা থাকতে পারেনা।

সে কেন বিশ্বাস করেনা তার পিছনে সে যুক্তি দিয়েছে আমরা যেটা দেখিনা সেটা বিশ্বাস করিনা। এটা একটু বুঝিয়ে বলি। উনি দেখিনা বলতে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যেটার প্রমাণ নেই সেটা। যেমন কেউ যদি আপনাকে এসে বলে আপনার কান চিলে নিয়ে গেছে, আপনি কি চিলের পিছনে ছুটবেন? নাকি আপনার কান আছে কি না সেটা চেক করবেন? খুবই যুক্তিপূর্ণ কথা।

সে যদি আপনাদের মতো দিনে পাঁচবার আল্লাহ্‌ নাই আল্লাহ্‌ নাই বলে চ্যাচাতো, কিংবা সারারাত আল্লাহ্‌ নাই বলে মাইক লাগিয়ে গলা ফাটাত, তাহলে হয়তো আপনাদের আপত্তি গুলি গ্রহণ যোগ্য হত। কিন্তু একজন মানুষ সৎ ভাবে, অনেস্টলি কি বিশ্বাস করে বললে আপনাদের এত জ্বলে কেন? তাকে কেনই বা জুতা পেটা করতে চান? সে কি কোন অপরাধ করেছে?

আপনারা যারা সাফা কবিরায়ের নাটক বয়কট করার কথা বলছেন সে নাস্তিক বলে, তারা কি হিন্দি ছবি দেখেন না? হিন্দি ছবির নায়ক নায়িকারা কি বিশ্বাস করে কোনদিন শুনে দেখেছেন? মিয়া খলিফা আর সানি লিয়ন কি সুফি নাকি? আপনাদের সবার মোবাইল ঘাঁটলেই এদের ভিডিও পাওয়া যাবে। আর ইহুদি নাসারাদের ভিডিওর কথা না হয় নাই বললাম।

সাফা কবির পরকালে বিশ্বাস করে কি করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে ধর্মান্ধ উন্মাদদের লাফালাফি করার কি আছে? আমাকে কেউ বুঝিয়ে বলবেন কি? নাকি আমাকেও গালি দিয়ে চলে যাবেন?

hqdefault (4).jpg

Leave a comment