সম্প্রদায় আসলে কি? আমরা’কি প্রথমে বাঙ্গালি সম্প্রদায় নই? নাকি-সরাসরি আরবীয় মুসলিম সম্প্রদায়? আমরা মুসলিম,তাই বলেকি বাঙ্গালীত্ব বিসর্জন দিতে হবে?
প্রথম কথা হল পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন।এই দিন সকল বাঙালির জন্য সার্বজনীন উৎসব, কোন ধর্মের না।
পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, আমাদের সাংস্কৃতি, বাঙ্গালীর জন্য একটি সার্বজনীন উৎসব। এটা কিভাবে ভিন্ন সম্প্রদায়ের সাদৃশ্য হবে?
দ্বিতীয়ত, মুসলমান একটি ধর্ম, এটা কোন জাতি বা সাংস্কৃতি নয়। এটা কেন সাংস্কৃতি এবং জাতিয়তার উপর বাধা হয়ে দাঁড়াবে? এধরণের প্রচারনা যারা করে, তারা সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা করে, এবং পাকিস্তানের দালাল বলে আমি মনে করি ।

