ধরমান্ধতা মানুষকে উন্মাদ বানায়। নিউজিল্যান্ড আক্রমণ

ধরমান্ধতা মানুষকে উন্মাদ বানায়। হোক সেটা নিউজিল্যান্ড, ইয়েমেন, বার্মা বা বাংলাদেশের মানুষ!

ধর্মের কারণে পৃথিবীতে যত লোক মারা গেছে তা ক্যান্সারে মারা যাওয়া মানুষের চেয়ে অনেক বেশি। তাই ধর্ম ক্যান্সারের থেকেও একটি ভয়ংকর ব্যাধি।

মুসলিম জঙ্গি হামলার প্রতিশোধ নিতেই নিউজিল্যান্ডরে এই ফার রাইট জঙ্গি হামলা!

যারা মুসলিম তারা প্রতিবাদ করছেন তাদের কেন খৃস্টান জঙ্গি বলা হচ্ছে না? আসলে কি ভেবে দেখেছেন, কোন মুসলমান বোমা মারলে বলেন তিনি সহিহ মুসলিম নয়, যেমন ইসলামিক স্টেট, আইসিস আর লাদেন আমেরিকার সৃষ্টি।

যারা বলেন সন্ত্রাসের কোন ধর্ম নেই, ইত্যাদি ইত্যাদি তারাই আবার দাবী করছেন যে এই আক্রমণ কে কেন খৃস্টান জঙ্গি হামলা বলা হবে না? ভাব টা এমন যে আমরা একাই চোর নই, আমাদের চেয়েও বড় চোর আছে দুনিয়ায়, কিন্তু সবাই আমাদের কে কেন দোষ দেয়?

নিউজিল্যান্ডের খুনিটার প্রতি রইল ঘৃণা।

54354299_10217915212981620_3754729949978689536_n.jpg

Leave a comment