শুধুই একটা থিওরি (It’s Just a Theory)

আমি যখন বিবর্তন বাদ নিয়ে কথা বলি তখন সাধারণ মুমিনরা মনে করে যে আমি শুধু বই পড়ে এটা বিশ্বাস করছি। তখন তারা যুক্তি দেয় যে আপনি তো নিজে বিবর্তন বাদ গবেষণা করে দেখেন নি।

Theory কথাটা শুনলে মুমিনরা যেটা মনে করে সেটা হচ্ছে একটা ধারনা বা সম্ভাবনার কথা বলা হয়েছে। অনেক কেই জাকির নাইকের শিখানো বুলি বলতে শোনা যায় যে এটা শুধু থিওরি, ফ্যাক্ট নয়। কিন্তু আসলে বিজ্ঞানের ভাষায় থিওরি হল পরিক্ষিত সত্য।

তাদের কোন ধারনা নেই যে বিজ্ঞানের তত্ত্ব কিভাবে হয় বা Peer Reviewed Scientific Journal কাকে বলে। এখন সাধারণ মাদ্রাসা ছাপ মুমিন বাদ দিলাম অনেক শিক্ষিত এমন কি ইঞ্জিনিয়ারিং পাশ ছেলেরাও মানতে চায়না।

মুমিনদের যুক্তি আপনি ডারউইনের তত্ত্ব পড়ে বিশ্বাস করলেন কিন্তু কোরান পড়ে কেন বিশ্বাস করিনা?

এখন একটা আসমানি কিতাব আর বিজ্ঞানের পেপার কি এক? আসমানি কিতাবের জ্ঞানের উৎস কি? ফেরেশতা। যেটা আপনাকে বিশ্বাস করতে হবে অন্ধ ভাবে আর বিশ্বাস না করলে আপনি কাফের।

ধর্মে শেখানো হয় কাফের দের কথা শুনবে না, তাদের সাথে মিশবে না। কাফের মুশরেকরা পশুর চেয়েও নিকৃষ্ট ইত্যাদি। (সুরা আনফাল, আয়াত ৫৫।)

তো মুসলিমরা কাফেরদের লেখা কোন পেপার পড়বে কেন? যদিও কাফেরদের আবিষ্কার করা কম্পিউটার আর ইন্টারনেট ব্যাবহার করতে তাদের কোন আপত্তি নাই।

একটা Peer Reviewed Journal যখন ছাপা হয় তখন পরীক্ষা পদ্ধতি এবং উপাত্ত সবই দেওয়া থাকে যাতে অন্য বিজ্ঞানিরাও অনুরুপ পরীক্ষা করতে পারে বা ক্রস এক্সামিন করতে পারে।

কোরানের কোন বিষয় আপনি পরীক্ষা তো দুরের কথা, প্রশ্ন ও করতে পারবেন না। তো দুটো এক কিভাবে হয়?

54393351_10217919694973667_9011875533528498176_n

Leave a comment