লজিকাল ফেলাসি – শূন্যস্থান পূরণের সৃষ্টিকর্তা কুযুক্তি (God of the Gap Fallacy)

ঈশ্বরের বাস কোথায়? যেখানে বিজ্ঞান পৌছতে পারেনি, সেখানেই ঈশ্বর তাঁর জায়গা করে নিয়েছে, এবং আধুনিক সভ্যতার বিস্তারের সাথে সাথে ঈশ্বরের জায়গাটা ছোট হয়ে আসছে, যেমন ছোট হয়ে আসছে পৃথিবী এবং এই মহাবিশ্ব।

আগে ঝড় উঠলে জিউস দেবতা কে খুশি করা হত, এখন আমরা জানি জিউস কিছু করতে পারেনা। বিজ্ঞানের কাছে যুগ যুগ ধরেই দেবতাদের পরাজয় হয়েছে আর এখন সৃষ্টিকর্তা ঠাই নিয়েছে সে সব জায়গায়, যেখানে বিজ্ঞান এখনো পৌছুতে পারেনি, বা যে সব প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনো দিতে পারেনি।

যে সব উত্তর আমাদের জানা নেই সেগুলোতে ঈশ্বর, আল্লাহ্‌ বা ভগবান তাঁর জায়গা করে নিয়েছেন। এটাই শূন্যস্থান পূরণের সৃষ্টিকর্তা কুযুক্তি (God of the Gap Fallacy)

53735590_10217848428392047_2565313472602570752_n.jpg

One thought on “লজিকাল ফেলাসি – শূন্যস্থান পূরণের সৃষ্টিকর্তা কুযুক্তি (God of the Gap Fallacy)

  1. Pingback: সাত আসমান রহস্য – কোরানে বিজ্ঞান – ৩ | সত্যের পুজারি

Leave a comment