প্রমাণের দায় ভার (Burden of Proof)ঃ প্রমাণ করার দায়িত্ব যে কোন কিছু আছে দাবী করবে তার। কোন কিছু নেই প্রমাণ করা যায় না বা অসম্ভব। কোন কিছু আছে দাবী করলে সেটা প্রমাণ করে দেখাতে হয়, প্রমান না থকলে সেটা আছে বলে বিশ্বাস করার কোন কারন নেই। যেমন আপনি নিশ্চই মামদো ভুত, শাগ চুন্নি, রাক্ষসের মত পৃথিবীর সব অবাস্তব দাবী গুলো নেই প্রমাণ করবেন না।

