ধর্মের হিপক্রেসি ও ধর্মান্ধতা – মুশফিকুর রহিম

আপনি যে বিশ্বাস ধারণ করেন, বহন করেন এবং যেটা আপনি ডিফেন্ড করার চেষ্টা করেন সেটা কতটা সত্য বা যুক্তিসঙ্গত, তা কি কখন ভেবে দেখেছেন?

বিশ্বের বেশির ভাগ ধার্মিকরা আজকাল অনেকটা সুবিধাবাদী হয়ে গেছে। মানে ধর্মের যে সব বিষয় তাদের ভালো লাগে সেগুলো বিশ্বাস করে আর পালন করে। যেগুলো ভালো লাগে না সেগুলো বিশ্বাস করে না বা পালন করে না।

বাংলাদেশের বেশির ভাগ মানুষ ধর্ম বিশ্বাস করে না বুঝেই, এবং 
তারা মনে করে ধর্ম অনেক ভালো একটা জিনিষ। তারা এক প্রকার ডিনায়ালে থাকে। ধর্মের কারণে মানুষের মধ্যে যে বিভেদ, সৃষ্টি হয়, তা দেখেও তারা চুপ থাকে, এবং বলে “এটা সহিহ ইসলাম নয়।”

যখন বলি ধর্মের কারণে খুনা খুনি হচ্ছে, তখন তারা বলে না না না ধর্ম তো কাউকে খুন করতে বলেনি। অথচ কোরানের অনেক জায়গায় বিধর্মীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো আছে। হত্যা করার কথা আছে, যুদ্ধ করার কথা আছে। কিন্তু বাংলাদেশের ৯০% মানুষ এগুলো পড়েনি। কোরান থেকে রেফারেন্স দিলে বলে কোরানে এগুলো থাকতেই পারে না। এটা আপনার ভুল অথবা অনুবাদকের ভুল।

এটা শুধু বাংলাদেশের মুসলিমদের অবস্থা নয়। পৃথিবীর অধিকাংশ মুসলমান মূর্খ। আরবের মুসলিমরাও বেশির ভাগই কোরান পড়েনি।

ধর্মের কারণে মানুষ নিজের অজান্তেই অন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষরা নিজেদের মুসলিম জাতি ভাবতে শুরু করেছে। অথচ ভেবে দেখেনা যে আরবের লোকেরা তাদের মিসকিন বা চাকর বাকর ছাড়া কিছু ভাবে না।

যে পাকিস্তান ৭১ এ ধ্বংস যজ্ঞ চালিয়েছিল, লাখ লাখ মানুষ হত্যা করেছিল, ধর্ষণ করে ছিল, গ্রাম কে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল, তারাই এখন বড় ভাই।

শুধু মাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে কোন একটা জাতি গঠিত হতে পারেনা, তাই মুসলিম কোন জাতি নয়। আপনার একই বিশ্বাস পৃথিবীর অন্যান্য জাতির মধ্যেও আছে, কিন্তু তাই বলে তারা বাঙ্গালী জাতি নয়।

তো আপনি যদি কোরান হাদিস সঠিক ভাবে পড়েন এবং ধর্ম ১০০% পালন করেন তবে আপনি কোন বিধর্মীর সাথে মিশতে পারবেন না। খেলা ধুলা করতে পারবেন না, গান শুনতে পারবেন না, সিনেমা দেখতে পারবেন না, নাটক দেখতে পারবেন না, ছবি আঁকতে পারবেন না, ভাস্কর্য সৃষ্টি করতে পারবেন না।

আপনি নিজেকে মুসলিম বলে দাবী করেন, ইসলাম কে ডিফেন্ড করতে চলে আসেন, অথচ আপনি নিজেই ইসলাম পালন করেন না, এবং কোরান হাদিসে কি আছে তা ও জানেন না, তা কি করে হয়?

নিচে দেখুন ধর্ম কিভাবে মানুষকে মূর্খ বানায়। ধর্মের নামে হারাম লোগো মুছে দিয়ে মুশফিক নিজেকে ছহিহ মুসলিম বলে প্রমাণ করতে চাইছেন কিন্তু হারাম কামাই খেতে তার কোন সমস্যা হচ্ছে না। এটাই হল সুবিধা বাদি ধার্মিক।

54798371_273543240213684_2297012934410240_n.jpg

Leave a comment