৫ টি ইসলামি মিথ্যা ও লজিকাল ফ্যালাসি

১. নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনে মুসলমান হয়ে যান।
২. ডঃ কিথ মুর কোরানে ভ্রূণ তত্বের নিখুত বর্ণনা দেখে মুসলমান হয়ে যান।
৩. মাইকেল জ্যাক্সন মুসলমান হয়ে যান, এবং নাম পালটে মিখাইল জ্যাক্সন রাখেন। 
৪. ভারতের মহিলা নভোচর শুনিতা উইলিয়াম মহাশূন্য থেকে কাবা ঘর কে জ্বল জ্বল করতে দেখে মুসলমান হয়ে যান।
৫. মার্কিন মুষ্টি যোদ্ধা মাইক টাইসন, যিনি ধর্ষণের দায়ে জেল খেটেছেন, তিনি একজন মুসলমান।

ঊপরের সব গুলোই মিথ্যা এবং মুমিনদের অপপ্রচার।

Mike-Tyson

Leave a comment