(১) মোহাম্মদের দাদা আবদুল মোত্তালিব মোহাম্মদের বাবা আবদুল্লাহকে বিয়ে করাতে গিয়ে মোহাম্মদের মায়ের চাচাতো বোন অর্থাৎ মোহাম্মদের খালাকে বিয়ে করে ফেলে।আবদুল্লাহর বউ আমিনা। আমিনার বোন হালা অর্থাৎ মোহাম্মদের বাবার শ্যালিকা হয়ে যায় আবদুল্লাহর মা।মোহাম্মদের খালা হয়ে যায় মোহাম্মদের দাদী।আবার মোত্তালিবের শ্যালিকা হয়ে গেলো তার ছেলের বউ।আমিনার বোন হয়ে গেলো তার শ্বাশুড়ি। কে কাকে কি বলে সম্বোধন করতো? মোহাম্মদ তার মায়ের চাচাতো বোনকে খালা বলতো না দাদীমা বলে ডাকতো?মোহাম্মদের দাদা তার শ্যালিকাকে পুত্রবধু বলতো না অন্যকিছু?🤔😎😥
(২) মোহাম্মদের সাহাবী আবু বকর ও উমরের দুই মেয়ে আয়েশা ও হাফসাকে মোহাম্মদ বিয়ে করেন।আয়েশাকে বিয়ে করতে গেলে আবু বকর মোহাম্মদকে ধর্মের ভাই বলে বিয়েতে অসম্মতি জানিয়েছিলেন। বিয়ের পুর্বে আয়েশা ও হাফসা মোহাম্মদকে কি বলে ডাকতো? নিশ্চয়ই চাচা।আবার মোহাম্মদকে তাদের বাবারা ভাই বলে ডাকতো? আয়েশা ও হাফসাকে বিয়ে করার পর মোহাম্মদের ভাতিজি হয়ে গেলো তার বউ।ভাই হয়ে গেলো শ্বশুর। আবার আবু বকর ও উসমানের ভাই হয়ে গেলো নিজেদের মেয়ের জামাই।
মোহাম্মদের ফুফাতো বোন জয়নব।জায়েদ মোহাম্মদের পালিত পুত্র।যাকে মোহাম্মদ সবার সামনে পুত্র বলে ঘোষণা করে।জয়নব মোহাম্মদকে কি বলে ডাকতো? নিশ্চয়ই ভাই।জয়নবের সাথে জায়েদের বিয়ে দিয়ে দেন নবিজি।ফলে ভাই হয়ে যান জয়নবের শ্বশুর। তারপর মোহাম্মদ জয়নবকে বিয়ে করে নেন।জয়নাব শুরুতে নবিকে ভাই ডেকেছে,ছেলের বউ হওয়ার পর শ্বশুর, তারপর স্বামী। মোহাম্মদ জয়নবকে বোন ডেকেছে, তারপর পুত্রবধু,শেষে স্ত্রী।
কে কাকে কি বলে ডাকতো?😥😕
(৩) মোহাম্মদের চাচাতো ভাই আলী। মোহান্মদের মেয়ে ফাতেমা।এক শুভ দিনে মোহাম্মদ তার চাচাতো ভাইয়ের হাতে তার প্রিয় কন্যাকে তুলে দেন।ফলে মোহাম্মদের ভাই হয়ে গেলো মোহাম্মদের মেয়ের জামাই।ফাতেমার চাচা হয়ে গেলো তার জামাই।মোহাম্মদ হলো তার মেয়ে ফাতেমার দেবর।আলীর ভাইয়ের মেয়ে অর্থাৎ ভাতিজি হয়ে গেলো তার বউ আর ভাই হয়ে গেলো তার শ্বশুর।
মোহাম্মদের মেয়ে জয়নবের কন্যা উমামাকে বিয়ে করেন আলী।তাহলে আলীর শ্যালিকার মেয়ে অর্থাৎ ভাগ্নি হয়ে গেলো আলীর বউ।মোহাম্মদ হয়ে গেলো তার ভাইয়ের দাদাশ্বশুর। ঊমামার খালা হয়ে গেলো তার সতিন।আবার ফাতেমার বোনের মেয়ে হয়ে গেলো তার সতীন।মোহাম্মদের ভাই হয়ে গেলো একই সাথে তার মেয়ে ও নাতিন জামাই। কে কাকে কি বলে ডাকতো🙄😖🤒👼