১. যারা আসলেই সৎ। এই ধরনের মানুষ গুলি কিছুই বোঝেনা । যেটা ভালো, সেটাকেই ধর্ম মনে করে, হুযুরদের ওয়াজ এবং আলেম দের ব্যাখ্যা শুনে বিশ্বাস করে, এবং এরা ধর্ম ভিরু হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ই এমন।
২. আর এক প্রকার মানুষ আছে যারা কিছুটা পড়া লেখা করেছে। এবং তারা কিছু কিছু জায়গায় ধর্মের ভণ্ডামি গুলো দেখে ও সেগুলোকে এড়িয়ে চলে এই বলে যে এটা প্রকৃত ইসলাম নয়। তারা নিজেদের মত ধর্ম পালন করে এবং খুব একটা নামাজ রোজা নিয়ে মাথা ঘামায় না। এরা নিজেদের কে মুসলমান বলে দাবি করে এবং ইসলাম কে ডিফেন্ড করার চেষ্টা করে তাদের ছোটবেলার অভ্যাস অনুযায়ী। এরা মডারেট মুসলমান বা আধুনিক মানুষ।
৩. এই প্রকার লোক গুলি খুব ভালো ভাবেই জানে যে ধর্ম মানে ভণ্ডামি। তারা খুব ভালো ভাবেই কোরান হাদিস মুখস্থ করে, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তারা ধর্ম কে ডিফেন্ড করতে অনর্গল মিথ্যা বলে। এমন কিছু জিনিষ চ্যালেঞ্জ করে যেটা তারা যানে কিন্তু মনে করে অন্যরা জানেনা। এরা হল প্রকৃত হিপক্রেট এবং ভণ্ড ধর্ম ব্যবসায়ী অথবা রাজনীতিবিদ। যেমন জাকির নাইক ।
৪ এর পর যারা আছেন তারা হল বিবেক বান শিক্ষিত শ্রেণী। এরা ধর্ম নিয়ে ঘাটা ঘাটি করতে গিয়ে কিছুতেই ধর্ম কে মন থেকে সমর্থন করতে পারেনা। তারা ধর্ম কে বিজ্ঞান বা যুক্তির সাথে মিলাতে পারেনা এবং অবশেষে নিজের বিবেকের কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়। এরা সাধারণত বিজ্ঞান ও যুক্তি নিয়ে প্রচুর লেখা পড়া করে। বিভিন্ন ধর্মের বিষয়ে জ্ঞান রাখে এবং এরা দেশ বিদেশের অনেক বই ও পড়ে। এরাই বাংলাদেশের মুক্তমনা শ্রেণী।