মজার ব্যাপার হল যখন যুদ্ধ নিয়ে কথা হয় তখন মুমিনদের কাছে খ্রিষ্টান হিটলার আস্তিক থাকে না হয়ে যায় অমুসলিম।
আর যখন বিজ্ঞান নিয়ে কথা হয় তখন খৃষ্টান নিউটন বা ইহুদি বংশোদ্ভূত আইন্সটাইন অমুসলিম থাকেন না বরং তখন তারা দিব্যি মুমিন আস্তিকদের দলে হয়ে যান।
যখন কোন ধর্মটি সবচেয়ে প্রাচীন? এই নিয়ে যখন কথা হয়, তখন মুমিনরা বলেন ইসলামই একমাত্র প্রাচীন, সত্য ও স্রষ্টার একত্ববাদের ধর্ম যা আছে মানব সৃষ্টির শুরু থেকে। ইসা, মুসা এরা সবাই ইসলামের নবী। কিন্তু হিটলারের কথা উঠলেই উনি খ্রিষ্টান হয়ে যান।
ভণ্ডামি এট ইটস বেস্ট।

