মুমিনের প্রশ্নের উত্তর: আল্লাহ যদি সত্য হয় তাহলে মরার পর আমাদের কিছু হবেনা, কিন্তু আপনারা তো দোযখে যাবেন?
উত্তর: পৃথিবীতে ধর্ম আছে ৪২০০। আপনি কি সব ধর্ম যাচাই করে দেখেছেন? এমন ও তো হতে পারে যে আপনি যাকে সৃষ্টিকর্তা বলে মনে করেন, সে আসলে সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তা অন্য কেউ।
আপনি মুসলিম হিসাবে জন্মেছেন দেখে আপনার কাছে ইসলাম কে সত্য মনে হচ্ছে। যারা অন্য ধর্মে জন্মেছেন, তারা তাদের ধর্মকেই সত্য মনে করে। আপনার বা আমার পক্ষে সব ধর্ম যাচাই করা সম্ভব নয়। আমি যে কটা ধর্ম আমার বিবেক বুদ্ধি দ্বারা যাচাই করেছি, তাতে কোন ধর্ম সত্য মনে হয়না। আল্লাহ যদি আমার বিবেক বুদ্ধি ব্যাবহার করার জন্য শাস্তি দেন তাহলে আমার কিছু করার নাই।
আল্লাহ যদি আসলেই থাকে এবং ন্যায় বিবেচক হয় তবে তিনি দেখবেন যে আমি ধর্ম বিশ্বাস না করেও সৎ ভাবে জীবনযাপন করেছি। আমি কারো সাথে কোন অন্যায় করিনি এবং যেটা আমার কাছে মানবিক এবং ন্যায় সঙ্গত মনে হয়েছে সেটাই করেছি। তারপরেও কেন আমাকে দোজখে পোড়ানো হবে?
আল্লাহ্র এত তোষামোদ পছন্দ কেন? আল্লাহ যদি আসলেই এই মহা বিশ্বের সৃষ্টিকর্তা হয়ে থাকে তাহলে কে তাকে ডাকল আর কে ডাকল না তাতে তাঁর কিছু যাওয়া আসার কথা নয়। আমার কাজ না দেখে শুধু আমি কি বিশ্বাস করি সেটা দেখেন আর আমি তাকে তোষামোদ করি কি না সেটা দেখেন, তাহলে সে ন্যায় বিচারক কিভাবে হল? আর সেই আল্লাহ কি উপাসনার যোগ্য হবে?
আল্লাহ যদি থাকে, তবে সে কি বুঝবেন না যে আপনি আসলে আপনার বিবেক বুদ্ধি ব্যাবহার করে বিশ্বাস করেন না। আপনি আল্লাহ্র দেওয়া রীতি আসলে সমর্থন করেন না, আপনি শুধু এই ভয়ে বিশ্বাস করেন যে যদি কেউ থাকে তো আমি বেঁচে যাবো। এটা কি আল্লাহ্র সাথে প্রতারণা নয়? আপনি কি আপনার বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে বিশ্বাস স্থাপন করেছেন?

