যৌনতা কি কোন সমস্যা? আমাদের দেশে তো তাই মনে হয়।আমি একটা জিনিষ বুঝতে পারলাম। এই সমস্যা টা হয়েছে আমাদের দেশের মানুষেরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বড় হওয়ার কারনে । এখানে ছেলে মেয়েরা অবাধে মেলা মেশা করতে পারেনা। আর এই কারনেই সমকামিতা একটা বিকৃতি রুপে দেখা যায়।
আমার তো মনে হয় আমাদের দেশে অনেক অনেক ছেলে মেয়েরা,বিশেষ করে যারা বিপরীত লিঙ্গের সাথে মিশতে পারেনা, এবং বন্দি জীবন যাপন করে, তারা সমকামী হয়ে ওঠে। যেমন দেখা যায় মাদ্রাসা বা হোস্টেলের ছাত্র বা শিক্ষকদের।
মাদ্রাসার ছাত্রদের ভাস্য অনুযায়ী দেশে যদি এই আইন না থাকতো , তাহলে মনে হয় ছেলেরা ছেলেদেরর উপর ঝাপিয়ে পড়ত। তাই আইন করে সমকামিতা বন্ধ করা হয়েছে।
বিদেশে কিন্তু এই সমস্যা টা হয় না। কারন সেখানে ছেলেদের জন্য মেয়ে রেডি আছে। আর তারা কে কার সাথে কি করছে, সেটা নিয়ে মাথা ঘামায় না।
আমাদের দেশে যৌনতা নিয়ে খোলা খুলি আলাপ ও করা যায় না। আবার পর্ণ মুভির কল্যাণে সবার মাথা হট থাকে, কাছে মেয়েও পাওয়া যায়না। তাই তারা হয় সমকামী হয়, নাহয় পতিতার কাছে যায়, আর বাড়ে ধর্ষণ আর ইভ টিজিং ।
মানুষের কথা শুনে মনে হয় ভারতের মত আমাদের দেশে যদি সমকামিতাকে বৈধ করা হয় তাহলে সবাই সমকামী হয়ে যাবে আর তারা রাস্তায় নেমে অবাধ যৌনাচার শুরু করে দিবে। ব্যাপারটা কি আসলে তাই?

