কিছু কমন বিষয় এবং কিছু শব্দের অর্থ

আজকে কিছু কমন বিষয় এবং কিছু শব্দের অর্থ দিয়ে শুরু করছি।

বিশ্বাস: বিশ্বাস (belief) হচ্ছে যেটা সত্য বা সম্ভাব্য সত্য বলে আপনি মনে করেন সেটা। বিশ্বাস পরিবর্তন হতে পারে নতুন তথ্য হাতে আসার সাথে ।
ধর্মীয় বিশ্বাস (faith) হচ্ছে অন্ধ বিশ্বাস এটা যেহেতু কোন যুক্তি প্রমাণ ছাড়াই, তাই এটাতে মানুষ অটল থাকে।

বিশ্বাসের সাথে আরও কিছু শব্দ জড়িত আছে যেমন trust, confidence, probable, plausable, likely, logical deduction, ইত্যাদি। এগুলোর কোনটাই অন্ধ বিশ্বাস বা faith নয়।
একটা দাবি কতটা বিশ্বাসযোগ্য তা তার ধরনের উপর অনেকটা নির্ভর করে। আপনি যদি দাবি করেন যে আপনি সকালে ডিম দিয়ে নাস্তা খেয়েছেন, এটা একটা বিশ্বাসযোগ্য দাবি।
আর আপনি যদি দাবি করেন যে একটা ফেরেশতা আপনার কাছে এসেছিল, এটা বিশ্বাসযোগ্য নয়। এবং অবশ্যই প্রমাণ করতে হবে।
Extraordinary claims require extraordinary evidence.
বার্ডেন অব প্রুফঃ (Burden of Proof) “ফিলোসফিকাল বার্ডেন অব প্রুফ” নামে একটা টার্ম আছে। যে দাবি করবে বা Positive Claim, প্রমাণ করার দায়িত্ব দাবি কারির। কেউ যদি দাবি করে যে তার কাছে ফেরেশতা এসেছিল, এটা প্রমাণ করার দায়িত্ব তার নিজের। অন্য কেউ এটা প্রমাণ করবে না যে তার কাছে ফেরেশতা আসেনি।
মনে করেন একজন দাবি করল যে চাঁদে মামদো ভুত আছে। এখন
আপনার default position হচ্ছে এই দাবি না মানা। আপনার প্রমাণ করার প্রয়োজন নেই যে চাঁদে মামদো ভুত নেই। যতক্ষণ দাবি কারি মামদো ভুত আছে প্রমাণ না করছে, ততক্ষণ মামদো ভুত নাই ই প্রমাণিত থাকে।
download (4)

Leave a comment