নিচের ছবিটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম

নিচের ছবিটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম, তাতে অনেক মুমিন মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ছবিটা রিপোর্ট করেছেন। তাদের নাকি ধর্মানুভুতিতে আঘাত লেগেছে। অথচ ধর্ম আর একজন অসাধু ধর্মব্যবসায়ী এক না। আমি তো ইসলামের কোন নবী কে নিয়ে কটূক্তি করিনি । একজন ছাগল কে ছাগল বললে কেন ধর্মানুভুতিতে আঘাত লাগবে? বিদেশে যে কোন মানুষ কে নিয়ে কার্টুন বের হয়, এমন কি প্রেসিডেন্ট আর পোপ ও বাদ যায় না, কিন্তু তাদের মানসিকতা অনেক উন্নত বলে কেউ কিছু মনে করেনা। কার্টুন আর ছবির জন্য হত্যা, ভাংচুর আর মিছিল শুধুমাত্র মুসলিম বিশ্বেই ঘটে। দেখেন, আমি আপনাদের মতামত চাচ্ছি, কেউ আবার ছবিটা রিপোর্ট করবেন না। 🙂

Untitled design(4)

Leave a comment