আমার খুব ই দুঃখ লাগে যে মানুষ আরবি না জেনে এবং কোরান হাদিস তফসির না পড়ে, নিজেদের মন গড়া ব্যাক্ষা দেয় এবং অসৎ উপায় অবলম্বন করে। জাকির নাইক যে ভিডিও টা দিয়েছেন, আপনার জানা উচিৎ যে জাকির নাইক একজন অসাধু ধর্ম ব্যবসায়ী, এবং কোন আরবি জানা লোক নয়। কোরানে স্পষ্ট ভাবে বলা আছে যে তিনি ওই স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যায় এবং সে সূর্য কে একটি পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। তার মানে কি পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্য আসলেই অস্ত যায়? কোরানে কোথাও বলা হয় নি যে এটা যুলকারনাইনের কাছে মনে হয়েছে।
Does the sun set in murky water according to the Quran? | Zakir Naik
আমি যে ভিডিও টা দিয়েছি, সেটা একজন আরব দেশের লোকের তৈরি এবং সে লোক আরবি জানে।
সুরা কাহফ- ১৮: ৮৬: অবশেষে তিনি যখন সুর্যের অস্ত স্থলে পৌছলেন; তখন তিনি সুর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে যুলকারনাইন! আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন।
এখানে কোথাও “তার কাছে মনে হয়েছে” কথাটা আসেনি। এটা আপনাদের মন গড়া ব্যক্ষ্যা। জোকার নালাইকের অসাধু ব্যক্ষ্যা কোন অনুবাদে বা কোন তফসিরে আসে নি কেন???
সুরা কাহফ- ১৮:৯০ অবশেষে তিনি যখন সূর্যের উদয়াচলে পৌছলেন, তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন, যাদের জন্যে সূর্যতাপ থেকে আত্নরক্ষার কোন আড়াল আমি সৃষ্টি করিনি।
এ আয়াত গুলো থেকে বুঝা যায় কোরান মতে সূর্য একটি নিদিষ্ট স্থান থেকে উদয় হয় ও অস্ত যায়।
৩৯৬১ নং হাদিস – উবায়দুল্লাহ্ ইবন উমার (রহঃ) …… আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংগে একটি গাধার পেছনে সওয়ার ছিলাম। এ সময় সূর্য অস্ত যাচ্ছিল। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি জান, সূর্য কোথায় অস্তমিত হয়? আমি বলি, আল্লাহ্ এবং তাঁর রাসূল এ ব্যাপারে অধিক অবহিত। তিনি বলেন عَيْنِ حَامِيَةٍ এটি অর্থাৎ গরম প্রসবণের মধ্যে যায়।
গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ) অধ্যায়ঃ ১/ কিতাবুল ঈমান (كتاب الإيمان) হাদিস নম্বরঃ ২৯৬ মুহাম্মদ ইব্ন ইউসুফ (র)……………আবূ যার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাঃ) সূর্য অস্ত যাওয়ার সময় আবূ যার (রা)-কে বললেন, তুমি কি জান, সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, সূর্য চলে – অতপর তা যেতে যেতে আরশের নীচে গিয়ে সিজদায় পড়ে যায়। এরপর সে পুনঃ উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর অচিরেই এমন সময় আসবে যে, সিজদা করবে তা কবূল করা হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে যে পথে এসেছ, সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতে উদিত হবে–এটাই মর্ম হল আল্লাহ তা‘আলার বাণীঃ “আর সূর্য গমন করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটাই পরাক্রমশালী, সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। (সূরা ইয়াসিন-৩৬:৩৮)”
তার মানে সূর্য দৈনিক অস্ত গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পতিত হয়, পুনরায় উদিত হওয়ার জন্যে, আল্লাহ সারারাত তাকে সেই অনুমতি দেয় না, দেয় ভোর বেলায় আর তখন সূর্য পুনরায় পূর্ব দিকে উদিত হয়।
সুতরাং দেখা যাচ্ছে বর্তমানকার কথিত ইসলামী বিজ্ঞানীরা (জোকার নালায়েক ) খোদ ইসলামের নবী মুহাম্মদের চাইতে কোরান বা ইসলাম বেশী বোঝে ,তাই নয় কি ?
জাকির নায়েক নালাইক কিনা জানিনা, জাকির নায়েক আরবী জানে কি জানেনা সে বিষয়ে আমি কোনো তর্কে যাবো না কিন্তু আপনি যে ইংরেজি পারেন না এবং চিন্তা ভাবনা ছাড়া বোকার মতো মন্তব্য করেন এটা আমি নিসন্দেহে বলতে পারি। ইংরেজি জানেন না ভালো কথা পৃথিবীতে এখনো অনেকেই ইংরেজি সবটা বুঝেনা যেমন ধরেন আমার দাদা দাদি নানা নানি কিন্তু তাদের আর আপনার মধ্যে কি পার্থক্য সেটা জানেন? তারা না জেনে গন্ডমুর্খের মতো অন্যকে গালিগালাজ করেনি মিথ্যা অপবাদ দেই ইংরেজি না বুঝে অন্যকে আরবী জানেনা বলে ধর্মের অসাধু ব্যবসায়ীও বলেনি। এখন বলেন আপনার দুই ইংরেজি ভাষা না জানা মানুষের মধ্যে কে ভালো? উত্তরটা আমি দেই! আমার দাদা দাদি নানা নানি। আর আপনিতো বেচারা মুর্খ আপনাকে আর কি বলে সম্বোধন করি? সম্মান করতে শিখেন নাই ঠিকাছে অসম্মান করার অধিকার ও পেয়ে বসেন নাই।
Pingback: আকাশ কি কঠিন পদার্থ? কোরানের বৈজ্ঞানিক ভুল – ২ | সত্যের পুজারি
Pingback: আকাশ কি কঠিন পদার্থ? কোরানের বৈজ্ঞানিক ভুল – ২ | সত্যের সন্ধানী
Pingback: কোরানে কি বলা আছে সূর্য আপন কক্ষপথে বিচরণ করে? | সত্যের সন্ধানী
Pingback: কোরানের সবচেয়ে বড় ভুল কোনটা? | সত্যের সন্ধানী
Pingback: কোরানে কি বলা আছে সূর্য আপন কক্ষপথে বিচরণ করে? | সত্যের সন্ধানী
জাকির নায়েক নালাইক কিনা জানিনা, জাকির নায়েক আরবী জানে কি জানেনা সে বিষয়ে আমি কোনো তর্কে যাবো না কিন্তু আপনি যে ইংরেজি পারেন না এবং চিন্তা ভাবনা ছাড়া বোকার মতো মন্তব্য করেন এটা আমি নিসন্দেহে বলতে পারি। ইংরেজি জানেন না ভালো কথা পৃথিবীতে এখনো অনেকেই ইংরেজি সবটা বুঝেনা যেমন ধরেন আমার দাদা দাদি নানা নানি কিন্তু তাদের আর আপনার মধ্যে কি পার্থক্য সেটা জানেন? তারা না জেনে গন্ডমুর্খের মতো অন্যকে গালিগালাজ করেনি মিথ্যা অপবাদ দেই ইংরেজি না বুঝে অন্যকে আরবী জানেনা বলে ধর্মের অসাধু ব্যবসায়ীও বলেনি। এখন বলেন আপনার দুই ইংরেজি ভাষা না জানা মানুষের মধ্যে কে ভালো? উত্তরটা আমি দেই! আমার দাদা দাদি নানা নানি। আর আপনিতো বেচারা মুর্খ আপনাকে আর কি বলে সম্বোধন করি? সম্মান করতে শিখেন নাই ঠিকাছে অসম্মান করার অধিকার ও পেয়ে বসেন নাই।
LikeLike
আমি ইংরেজী জানিনা এই ধারনা আপনার কিভাবে হল? আমি তো আমেরিকায় এবং অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি।
LikeLike