এক হুজুরের সাথে বিজ্ঞান নিয়ে আলোচনা

19748913_248288229018933_6233464704134487526_n

এক হুজুরের সাথে বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছিলো। হুজুর বলল, দেখুন বিজ্ঞান পরিবর্তনশীল, কিন্তু কোরানের আয়াত এক চুল ও পরিবর্তন হয় না। বিজ্ঞানিরা আজ যে কথা বলছে, কিছু দিন পর ভিন্ন কথা বলবে। যেমন ধরুন আগে বিজ্ঞানিরা বলতো পৃথিবী স্থির আর সূর্য তার চারিদিকে ঘুরে, আর এখন তারা বলছে যে না, পৃথিবীই সূর্যের চারিদিকে ঘুরে। কিন্তু কোরান মজিদে দেখুন, আলহামদুল্লিলাহ, মহান আল্লাহ তালা, ১৪০০ আগেও যেমন- বলেছে পৃথিবী স্থির আর চন্দ্র সূর্য তার চারিপাশে ঘুরে, এখনো তাই বলছে, কথা একটুও নড় চড় হয়নি। এখন আপনি কার কথা বিশ্বাস করবেন? ওই সব বিজ্ঞানিদের যারা প্রতিদিন তাদের মত পরিবর্তন করে নাকি মহান আল্লাহর বানী যা ১৪০০ বছরেও কোন পরিবর্তন হয় নি?

হুজুরের কথা শুনে আমি দুই রাকাত নফল নামাজ পড়ে সমস্ত মুসলিম বিশ্বের জন্য মহান করুণাময় আল্লাহ্‌র কাছে দোয়া চাইলাম

Leave a comment