আস্তিকিয় যুক্তি ঃ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর কোরান হল ম্যানুয়াল

আস্তিকঃ মনে করেন একটা নতুন অপরিচিত মেশিন আপনার সামনে আনা হল, তবে এটার কার্যকলাপ সম্পর্কে কে আপনাকে প্রথম বলতে পারবে?

নাস্তিকঃ সৃষ্টিকর্তা

আস্তিকঃ ঠিক বলেছেন, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর কোরান হল ম্যানুয়াল

নাস্তিকঃ কিন্তু সমস্যা হল সৃষ্টিকর্তা তার ম্যানুয়াল সৃষ্টির জন্য বানায় না, বানায় ব্যাবহার কারির জন্য, যেমন আমি যদি একটা মোবাইল বানাই, সেটার ম্যানুয়াল তৈরি করবো ব্যাবহার কারিদের জন্য বা অন্যান্য মানুষের জন্য, মোবাইলের জন্য না। তো আল্লাহ কি মানুষ সৃষ্টি করে কোরান লিখেছেন অন্যান্য আল্লাহ্‌র জন্য?

আস্তিকঃ তুই একটা মূর্খ, তর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন …।।!!@#৳

IMG_2616

Leave a comment