অগণিত নেয়ামতে পরিপূর্ণ জান্নাত ! আহা, হাদীসে আছে আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেবেন তাকেও এ পৃথিবীর মতো দশ পৃথিবীর সমান জান্নাত দেবেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
” সেখানে (জান্নাত) যে দিকে তোমরা তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত এবং একটি বিরাট সাম্রাজ্যের সাজ-সরঞ্জাম তোমরা সেখানে দেখতে পাবে। (সূরা দাহ্র করানঃ ৭৬ঃ২০) “
সেখানে হুরদের সাথে জান্নাতীদের আল্লাহ বিয়ে দিবেন। জান্নাতের হুরেরা সুন্দর লাজুক চোখ বিশিষ্ট, ডিমের ভিতর লুক্কায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে। তারা হবে পূর্ণযৌবনা তরুণী”যার বক্ষ হচ্ছে উঁচু ও স্ফীত, তারা চিরকুমারী থাকবে, এবং ইতিপূর্বে অন্য কোন মানুষ বা জ্বীন স্পর্শ করেনি। (সুবহানাল্লাহ)
হুরদের রূপ সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আল্লাহ বলেন-
তারা এমনই সুন্দরী রূপসী, যেনো হীরা ও মুক্তা। (সূরা আর-রাহমান-৫৮) শরাবের ঝর্ণা সমূহ হতে পানপাত্র পূর্ণ করা হবে, জান্নাতীদের মল-মুত্র ত্যাগ করতে হবে না
জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে জান্নাতে জান্নাতীদের সাথে স্বয়ং আল্লাহ সাক্ষাৎ করবেন। (সুবহানাল্লাহ)