কোরানে মশা মাছির কথা আছে কিন্তু ডাইনোসরের কথা নাই কেন?

আমি বেয়াদব নাস্তিকদের জালায় অস্থির। তারা প্রায়ই আমাকে প্রশ্ন করে, কোরানে সামান্য মশা মাছির মতো তুচ্ছ প্রাণীর কথা লেখা আছে কিন্থু ডাইনোসরের মতো বিশাল বিশাল প্রাণীর কথা উল্লেখ নাই কেন? নাস্তিকদের কথা শুনে হাসি পায়। তাদের কোরানে ভুল ধরাটা স্বভাবে পরিণত হয়ে দাড়িয়েছে। শুধু বলে কোরানে এটা নাই কেন ওটা নাই কেন? মশা মাছির উদাহরন দিলে বলে হাতি ঘোড়া নাই কেন? আর হাতি ঘোড়া দেখালে বলে ডাইনোসর নাই কেন? যতসব …কাফেরের দল।

ওরে অভিস্পত নাস্তিক, তোরা মশা মাছিকে এত তুচ্ছ করে দেখিস কেন? আল্লাহ্‌র চোখে তো তোরা মশা মাছির চেয়েও তুচ্ছ। আর মশার কামড়ে আজ সমস্ত জাতিই ধরাশায়ী। পারলে এমন একটি কিট তোরা তৈরি করে দেখা?

কোরানে তো অনেক কিছুর কথাই উল্লেখ নেই, তাই বলে কি সেগুলর অস্তিত্ব নাই? যেমন ধরেন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলর কথাও তো কোরানে নাই। কিন্তু মুসলমান মাত্রই এগুলয় বিশ্বাস করে। আবার অমুসলিমরা জীন ভূতে বিশ্বাস করেনা, বলে এহুলর কোন প্রমান নাই । ন্তু বিজ্ঞান এখনো এত অগ্রসর হতে পারেনি যে জিন ভুতের অস্তিত্ব নির্ণয় করতে পারে, তাই বলে কি এগুলর অস্তিত্ব নাই?

ইদানিং হজরত মোহাম্মাদ জাকির নাইকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো শুধু নতুন কিছু আবিষ্কারের পরেই বলেন – এটার উল্লেখ কোরানে আছে, তো এমন একটা কিছু বলেন যেটা কোরানে আছে কিন্তু বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি? জবাবে উনি বলেছিলেন এলিয়্যানের কথা। কোরানে স্পষ্ট ভাবে লিখা আছে যে ভিন গ্রহে মানুষ আছে। কিন্তু বিজ্ঞান এখন এতটা অগ্রসর না হওয়ায় বিজ্ঞানিরা এখনো এলিয়্যানের আবিষ্কার করতে পারেনি। হয়তো ভবিষ্যতে আবিষ্কার হবে আর সেই দিন নাসার সব বিজ্ঞানিরা মোসলমান হয়ে যাবে। (সুভাভানাল্লাহ)

আমি আজকে প্রমান করে দেখাবো যে কোরানে ডাইনোসরের কথা আছে

সুরা লোকমান আয়াত ১০ ঃ “তিনি খুঁটি ব্যতীত আকাশমন্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর তাতে উদগত করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদরাজি।” (কোরান ৩১ঃ১০)

তাহলে দেখতে পাচ্ছেন? কোরানে “সর্বপ্রকার জন্তু” কথাটা আছে আর এটা দিয়েই আল্লাহ ডাইনোসর বুঝাতে চেয়েছেন (সুবহানাল্লাহ)

তাই মুমিন ভাইয়েরা আপানাদের আবার কোন নাস্তিক যদি “কোরানে ডাইনোসর নাই” এমন কথা বলে বিরক্ত করে, তবে এই আয়াতটি দেখিয়ে দিবেন। আশা করি তাঁরা আর এ নিয়ে ঝামেলা করবেনা। সবাই বলুন আমিন !!!!

18403606_168902180305375_6174439720657599387_n

Leave a comment