মুমিন ভাই দের কাছে আমার ৩ টি প্রশ্ন

১. আপনারা তো কোরানে নাই কিন্তু বিজ্ঞানের প্রতিষ্ঠিত থিওরি বিশ্বাস করেন। যেমন এটমিক থিওরি, জার্ম থিওরি, ইত্যাদি, তো ইভল্যুশন থিওরি বা বিবর্তন বাদ কেন বিশ্বাস করেন না?

২. আপনারা দাবি করেন যে আল্লাহ অতি-প্রাকৃতিক এবং সময় ও মহাশূন্যের বাইরে, তো মিরাজের রাতে ” নবিজী ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় আল্লাহ’র সাক্ষাৎ লাভ করেন।” আল্লাহ কি আকাশে থাকে? ডানা ওয়ালা বোরাকের পক্ষে কি মহাশুন্য পাড়ি দেওয়া সম্ভব?

৩. ডাইনোসর তো কোরানে নাই, আপনারা কি ডাইনোসরে বিশ্বাস করেন?

Al-Buraf_Hafifa

Leave a comment