মুমিন ভাইদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর পেলেই মুসলমান হয়ে যাব ইনশাল্লাহ ঃ (কউ আমিন না লিখে যাবেন না )
১. মুহাম্মদের কাছে হেরা গুহায় জিব্রাইল কোরানের বানী নিয়ে এসেছিল, এটা কি কোরানে লেখা আছে? লেখা থাকলে কোন সুরার কত নম্বর আয়াতে? আর যদি না লেখা থাকে তো মানবো কেন? আমি কিভবে বুঝব যে মহাম্মাদ (সঃ) চাপা মারেননি?
২. মোহাম্মাদের সাথে যোগাযোগ করতে আল্লাহর ফেরেস্তা কেন পাঠাতে হল? আল্লাহ্ কেন নিজে যোগাযোগ করলো না? আল্লাহ্র কমুনিকেশন স্কিল কি দুর্বল? মোহাম্মাদ কে একটা আই ফোন পাঠালেন না কেন? এখন তো আমাদের নির্ভর করতে হচ্ছে মোহাম্মাদের শ্রুতি শক্তি আর স্মৃতি শক্তির উপর, সে যে ভুল ভাল লিখতে বলেনি তার প্রমান কি?
৩. আল্লাহ ফেরেস্তা গোপনে কেন পাঠালেন ? সবার সামনে কেন পাঠালেন না? এখন তো কোন সাক্ষী সবুত পাওয়া যাবে না, আবার আমাদের মহাম্মদের কথার উপরি নির্ভর করতে হচ্ছে? .
আশা করি মুমিনরা কোরানের আয়াত থেকে বিষয় গুলি খোলাসা করবেন !! (মাহশাল্লাহ)

