কোরানের ৭ টি হাস্যকর বৈজ্ঞানিক আয়াত

১. চন্দ্রের নিজস্ব আলো – “তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপরূপে ।” ( ৭১:১৫, ৭১:১৬ )

২. আকাশ একটি শক্ত কঠিন পদার্থ দিয়ে তৈরি, এর সংখ্যা সাতটি, এবং এতে কোন ফাটল নাই। – “যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন সুবিন্যস্তভাবে l তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোন অসামঞ্জস্য দেখতে পাবে না l তারপর তুমি দৃষ্টি ঘুরিয়ে-ফিরিয়ে নাও, তুমি কি কোন ফাটল দেখতে পাচ্ছ ?” (৬৭ঃ৩)

৩. মৌমাছির খাদ্য ফল – ” আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেনঃ পর্বতগাহ্রে, বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। ” (১৬ঃ৬৮, ১৬ঃ৬৯)

৪. সূর্য রাতে জলাশয়ে ডুব দেয়! – “অবশেষে তিনি যখন সুর্যের অস্তাচলে পৌছলেন; তখন তিনি সুর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন” (১৮ঃ৮৬)

৫. সূর্য পৃথিবীকে আবর্তন করে। – “সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ।” (৩৬ঃ৩৮)

৬. আল্লাহ শয়তান তাড়ানোর জন্য নক্ষত্র ছুড়ে মারে! – “আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।” (৬৭ঃ৫)

৭. পুরুষের বীর্য নির্গত হয় মেরুদণ্ড এবং বক্ষ পাঁজরের মধ্য থেকে। – “অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।” (৮৬ঃ৫ – ৮৬ঃ৭ )

One thought on “কোরানের ৭ টি হাস্যকর বৈজ্ঞানিক আয়াত

  1. Pingback: কোরানের ৭ টি ভূল বৈজ্ঞানিক আয়াত – অনীশ্বরবাদী

Leave a comment