১. বিজ্ঞান সম্বন্ধে যত কম জানবে তত সে ঈশ্বর বিরোধী হবে… আর বিজ্ঞান সম্বন্ধে যে যত বেশি জনবে.. সে তত ঈশ্বরের আনুগত্য হবে
২. বিজ্ঞান এটা কালকে জেনেছে কিন্তু কোরানে এটা ১৪০০ বছর আগেই বলাছিল।
৩. প্রতিটি ধর্ম গ্রন্থেই নবিজীর কথা উল্লেখ আছে। প্রত্যেক মানুষের উচিৎ নবিজীর জীবনাদর্শ অনুসরণ করা
৪. সন্ত্রাসীর কোন ধর্ম নেই, বোমা মারার আগে তারা কাফের হয়ে যায়
৫. বানর থেকে মানুষ হতে পারেনা কিন্তু মানুষ বানর হয়ে যেতে পারে
৬. পৃথিবীর সর্ব প্রথম ও সর্বশেষ ধর্ম ইসলাম
৭. ৯০% মুসলমানের দেশে সব পাপ নাস্তিকরাই করে
৮. আসলে কেউ নাস্তিক না, সবাই ইসলাম বিদ্বেষী ছুপা হিন্দু
৯. নাস্তিকতা বলে কিছু নাই, সবই অবাধ সেক্স আর জার্মানি যাওয়ার ধান্দা
১০. ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান
১১ প্রত্যেকটি শিশুই যখন জন্ম গ্রহণ করে তখন মুসলিম হয়েই জন্ম গ্রহন করে
১২.ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলামের আইন অনুসরণ করলে সারা পৃথিবীতে শান্তি নেমে আসবে !!!!
এ ছাড়া আপনার যদি আরও কিছু চিরন্তন বানী জানা থাকে, নিচে কমেন্ট করুন!!

