অনেকর ধারনা নাস্তিকতা একটি মতবাদ। তাদের মতে নাস্তিক মানেই নীতি বিবর্জিত, উশৃঙ্খল কিছু মানুষ, যাদের কাজ হচ্ছে গণ্ডগোল পাকানো আর পাপ করা। তাদের কোরান হাদিসের জ্ঞান নেই, আর কোরান না পড়ে তারা ন্যায় নীতি জানবেই বা কি করে? আবার কিছু লোক লোক মনে করে নাস্তিক মানে জ্ঞানী।